সুন্দরবন
সুন্দরবন
একবিংশ শতাব্দীর দ্রুত বিকাশমান একটি শিল্প পর্যটন। প্রাকৃতিক সম্পদের লীলাভূমি বাংলাদেশ পর্যটন শিল্পের এক অপার সম্ভাবনাময় দেশ। দ্রুত প্রসারণশীল এই শিল্প বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যেমন অভাবনীয় সুফল বয়ে এনেছে, আবার এর নেতিবাচক প্রভাবও নেহাত কম নয়। বিশ্বব্যাপী জলবায়ুর নেতিবাচক পরিবর্তন তো আছেই, সাথে সাথে এ দেশের পর্যটন শিল্প উন্নয়নে অব্যবস্থাপনা, অদক্ষতা, অসচেতনতা, অবিবেচনাপ্রসূত কর্মকাণ্ডের কারণে প্রকৃতি ও জীববৈচিত্র্য অধিকমাত্রায় হুমকির মুখে হয়ে পড়ছে। প্রকৃতিনির্ভর বাংলাদেশের মানুষের জীবন-জীবিকা, সমাজ-সংস্কৃতি ও পর্যটন বহুলাংশে আবর্তিত হচ্ছে জীববৈচিত্র্যকে কেন্দ্র করে। এ অবস্থায় নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিকে উপজীব্য করে পরিবেশ ও জীব বৈচিত্র্য বান্ধব পর্যটন গন্তব্য হিসেবে বাংলাদেশকে গড়ে তুলে অর্থনৈতিক সুফল বয়ে আনতে পর্যটন শিল্পের টেকসই উন্নয়নের কোনো বিকল্প নেই।বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর পর্যটন এলাকা থাকার পর ও আমাদের দেশে বিদেশি র্পযটনের সংখ্যা যেন দিনে দিনে কমেই চলেছে । এর প্রধান কারণ হল পর্যটন ক্ষেত্রে অব্যবস্হাপনা । বাংলাদেশ সরকারের প্রতি আমার বিনিত আবেদন আপনার একটু সুদৃষ্টি ফিরিয়ে আনতে পারে র্পযটন ক্ষে্ত্রে এক অপার সাফল্য।
নিচে বিশ্বের সর্ব বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের কিছু নজির বিহীন সুন্দর ছবি দেয়া হল যা প্রমাণ করবে বাংলাদেশ এক অপার লাবন্যময়ী দেশ।
সুন্দরবন
সুন্দরবনের মাঝে ঘুরে বেরানো হরিণ।
নিজের শরীর সম্প্রসারণ করে গাছ থেকে পাতা খাচ্ছে হরিণ।
এই ভাবেই ভ্রমন পিয়াসু মানুষ ছোট ডিঙ্গি নৌকাতে ঘুরে ঘুরে দেখে সুন্দরবন।
সুন্দরবনের ঐতিহ্যবাহী রয়েল বেঙ্গল টাইগার(বাঘ)
সুন্দরবনে সুন্দর পাখি।
এই গাছের নাম সুন্দরী গাছ । এই গাছের নাম থেকেই এই বনের নাম হযেছে সুন্দরবন ।কারণ এই সুন্দরী গাছটি এই বনে প্রচুর পরিমাণে পাওয়া যায়।
সুন্দর বনের আরেকটি অপরূপ সুন্দর কথা বলা পাখি টিয়া।
0 comments: